(কুজন চৌধুরী)
শ্রাবণীর জন্মদিনে যাবে না সন্ধ্যায়
ওহ না বলেছি কখোন তোমায়
জন্মদিনের পার্টিতে গিফট দিয়েছি যখন
পেট পুড়ে খাবো কম কেন খাবো তখন
পার্টি শেষে মেম সাহেব তৃপ্তির ঢেঁকুর দেয়
কাজের মেয়েটি না খেয়ে ব্যাস্ত ঢেঁকুর গোনায়!
কাকলীর বিয়ে কাল
রোষ্ট খাবো, খাবো ঝাল
রোষ্ট রেজালা ডাল ফিরনি
একটুও বাদ পরেনি কোনোটি
আহা আমার বাবুটি কি খেয়েছে খোঁজ নেয় বার বার
সাথের কাজের ছেলেটি কখোন খাবে আবার
ওকে নিয়ে ভেবোনা বাবুর ছানাভাত আছে দুপুরের
বাসায় গিয়ে সে খাবারি খেয়ে নেবে এবার।
সাহেব মেমসাহেব সেজেছেন বেশ
পার্টিতে গিয়ে খাবেন করবেন আয়েশ
হৈ হুল্লুর নাচ গান সবাই মজেছেন এন্তার
খাবার টেবিলে বসে যায় একে একে এবার
পেট পুড়ে নিজে খায় অন্যকে খাওয়ায়
নিজের বাচ্চাদের খাবার দিয়ে নাওয়ায়
কাজের অবোঁধ বালক পায়নিতো আহার
এই নিয়ে কোনো কথা নেইগো তাহার ।
কিটি পার্টিতে জৌলুস ভাবীদের
খাবার হরেক রকম আড্ডা তাদের
নিজের ঘুমন্ত মেয়েকে খাওয়ায়
পাশে বসা কাজের মেয়েটি নির্বাক দেখে যায়
আহা বড় লোকের কেমন নিয়তি
কাজের লোকের আবার কি মিনতি ?
সভ্যতা দিনে দিনে আগায়
ক্রিতদাস অন্য রুপ নেয়
বিবেকের কথা বলে সবে
এসব আসবে কবে ওদের অনুভবে
বিধাতা ওদের ঘুম ভাঙাও
সবার খাবার দিয়ে ওদের বিবেক জাগাও।।
শ্রাবণীর জন্মদিনে যাবে না সন্ধ্যায়
ওহ না বলেছি কখোন তোমায়
জন্মদিনের পার্টিতে গিফট দিয়েছি যখন
পেট পুড়ে খাবো কম কেন খাবো তখন
পার্টি শেষে মেম সাহেব তৃপ্তির ঢেঁকুর দেয়
কাজের মেয়েটি না খেয়ে ব্যাস্ত ঢেঁকুর গোনায়!
কাকলীর বিয়ে কাল
রোষ্ট খাবো, খাবো ঝাল
রোষ্ট রেজালা ডাল ফিরনি
একটুও বাদ পরেনি কোনোটি
আহা আমার বাবুটি কি খেয়েছে খোঁজ নেয় বার বার
সাথের কাজের ছেলেটি কখোন খাবে আবার
ওকে নিয়ে ভেবোনা বাবুর ছানাভাত আছে দুপুরের
বাসায় গিয়ে সে খাবারি খেয়ে নেবে এবার।
সাহেব মেমসাহেব সেজেছেন বেশ
পার্টিতে গিয়ে খাবেন করবেন আয়েশ
হৈ হুল্লুর নাচ গান সবাই মজেছেন এন্তার
খাবার টেবিলে বসে যায় একে একে এবার
পেট পুড়ে নিজে খায় অন্যকে খাওয়ায়
নিজের বাচ্চাদের খাবার দিয়ে নাওয়ায়
কাজের অবোঁধ বালক পায়নিতো আহার
এই নিয়ে কোনো কথা নেইগো তাহার ।
কিটি পার্টিতে জৌলুস ভাবীদের
খাবার হরেক রকম আড্ডা তাদের
নিজের ঘুমন্ত মেয়েকে খাওয়ায়
পাশে বসা কাজের মেয়েটি নির্বাক দেখে যায়
আহা বড় লোকের কেমন নিয়তি
কাজের লোকের আবার কি মিনতি ?
সভ্যতা দিনে দিনে আগায়
ক্রিতদাস অন্য রুপ নেয়
বিবেকের কথা বলে সবে
এসব আসবে কবে ওদের অনুভবে
বিধাতা ওদের ঘুম ভাঙাও
সবার খাবার দিয়ে ওদের বিবেক জাগাও।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন