জঙ্গি আপডেট (২৬/০৩/১৭)

(সুমিত রায়)

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি হামলার সাথে বাংলাদেশের নব্যজেএমবি নামক জঙ্গি সংগঠনের সম্পর্ক পাওয়া যায়। আন্তর্জাতিক পরিচিতির উদ্দেশ্যে তারা "দাওলাতুল ইসলাম" নামের নামটি ব্যবহার করে। ভেবেছিলাম এই নব্যজেএমবি নামক জংগি সংগঠনটি আইএস এর আওতার বাইরে। পরবর্তীতে সীতাকুণ্ডের সূত্র থেকেই সিলেটে জঙ্গি আশঙ্কা সম্পর্কে খোঁজ খবর নেয়া শুরু হয়। যার ফলে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি ধরা পড়ে। শিববাড়িতে অভিযান অব্যাহত রয়েছে, থেমে থেমে গোলাগুলি চলছে।

যাই হোক, গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোটাটিকর ইসলামিয়া দাখিল মাদরাসা সংলগ্ন পুলিশ চেকপোস্টে বোমা হামলা চালানো হয়। ওই হামলায় নিহত হন ৬ জন। ওই হামলার প্রায় ঘন্টাখানেক পর উদ্ধারকৃত আরেকটি বোমা নিষ্ক্রিয় করার সময় তা বিস্ফোরিত হলে আহত হন র‍্যাব ও পুলিশের ৫ সদস্য। পুলিস চেকপোস্টে আক্রমণ করার কৌশলটি আবার দেশের অন্য কিছু জঙ্গি হামলার সাথে মিলে যাচ্ছে, সেগুলো হল গত ১৭ মার্চ ও ২৪ মার্চে ঢাকার বিমানবন্দর এলাকার পাশের আশকোনা নামক স্থানে র‍্যাব সদরদপ্তর ও পুলিস চেকপোস্টে বোমা হামলা। ঢাকার হামলাগুলোর দায় আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠি ইসলাম স্টেট (আইএস) স্বীকার করে নেয়। নতুন খবর হল শনিবারের এই হামলাটিকেও আইএস স্বীকার করে নিয়েছে। সাইট ইন্টেলিজেন্স এই স্বীকৃতিটির খবর দেয়।

যাই হোক, বাংলাদেশে তাহলে মোটামুটি দুটি জঙ্গিগ্রুপের অস্তিত্ব দেখা যাচ্ছে, একটি হল নব্যজেএমবি বা দাওলাতুল ইসলাম যাই বলুন, আরেকটি হল আইএস এর আন্ডারে থাকা কোন জঙ্গি গ্রুপ। আমরা গত কয়েক বছরে দেশি বিদেশি অনেক জঙ্গি সংগঠনকেই আইএস এর অধীনে চলে যেতে দেখেছি, এক্ষেত্রে নব্যজেএমবিও যে আইএস এর সাথে যুক্ত নয় সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

মন্তব্যসমূহ