মৌলবাদ বিরোধী কলম থামাতে ধর্ষনের হুমকি

(আহামদ মুস্তাফা)

আবার আক্রান্ত কন্ঠ। কন্ঠরোধ করার জন্যে ধর্ষনের মত ঘৃণ্য অপরাধকে হুমকি হিসেবে ব্যবহার করা হয়েছে এবারে। বাংলাদেশে কন্ঠরোধের জন্যে বারবার চাপাতির ব্যবহার দেখেছি আমরা, দেখেছি কালো আইন ৫৭ ধারা জারি করতে। ভারতে চাপাতি ব্যবহারে পিছিয়ে থাকলেও কন্ঠরোধে কিন্তু পিছিয়ে নেই। এর আগে ইসলামানুভুতিতে আঘাত করায় তারক বিশ্বাস এবং হিন্দোনুভুতিতে আঘাত করার কবি শ্রীজাতর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এবারে আরএসএসানুভুতিতে আঘাত করায় কবি মন্দাক্রান্তা সেন এর প্রতি এসেছে গণধর্ষনের হুমকি। মন্দাক্রান্তা কি নিরাপদ? হুমকিতেই কি শেষ হয়ে যাবে অনুভুতি আক্রান্তদের আক্রমণ? নাকি যত্র তত্র আক্রান্ত হবেন মন্দাক্রান্তা? আরএসএস নিজেদেরকে ধর্ম ও সমাজের রক্ষক বলে ঘোষনা করে। ধর্ষনের মত ঘৃণ্য অপরাধকে যারা নিজেদের অনুভুতিতে মলম লাগাতে ব্যবহার করতে চায়, কেমন ধর্মরক্ষক কেমন সমাজরক্ষক তারা? নাকি কণ্ঠরোধের নিমিত্তে সবই জায়েজ?

http://vasundharatv.com/2017/03/29/mandakranta_after_srijato/

মন্তব্যসমূহ