বয়ে যাব নিরবধি

(কুজন চৌধুরী)

সন্ধ্যার মত মেখে নেব তোমাকে
শরীরে শরীর মনে মন দ্বিধাহীন
চাঁদের আলোয় ভাসাব তোমাকে
তুলে নেব কোলে ক্ষমাহীন ।

মেঘের কাজলে সাজাব তোমার আঁখি
বনের কূহূতে শোনাব গান হৃদয় মাখি
পাহাড়ের চূঁড়োয় উঠব কোলে তুলি
নিশ্বাসে প্রশ্বাসে ছড়াব মায়া যেন শিল্পী ।
ভাদ্রের অভাবে ক্ষানিকটা খাবার ভাগ করে খাব
একি হিয়া একি পেট একি মন সব ভুলে যাব
নিশির শিশিরে ছোঁয়ায়ে আঁচল
মুগ্ধ শিশিরে মুছব কপাল
ভালোবাসা কারে কয় দেখবে জগৎবাসী
রঙ রস রুপ গন্ধ বিলাব শুধু ভালোবাসি
পরাণে বেঁধেছি পরাণ হোক যত আনচান
বেঁধেছি যবে খুলে সাধ্য কার এ পরাণ
ফুল পাখী জল বরষা নদ নদী
দোয়া দিও এভাবেই যেন বয়ে যাই নিরবধি ।।

মন্তব্যসমূহ