পরকীয়া প্রেমের সালিশি তে বাঘ মামা

(মৃনাল মজুমদার)

বাঘ মামার পরামর্শ নিম্নরূপ ঃ

০১. ৩ বছরের পরকীয়া প্রেমিক কে ডেকে বলুক বৌ যে তার সাথে ঘর করতে চায় সন্তান নিয়ে , বর ডিভোর্স দেবে , বর এর কোনো দায় নেই, এ নিয়ে মাথা ঘামানো না প্রেমিক এর সাথে কথা বলা, বৌ বলছে, সে প্রেমিক কে ফোনে বলে দিয়েছে ধরা পরার পর, যে আর কথা বলবোনা,বলবোনা। আমি বলেছি, যে ৩ বছরের সম্পর্ক এভাবে বন্ধ করে, তা হলে বুঝতে হবে সে তাকে ভালো বাসেনি, আর সেই সেই মেয়ের সাথে কারো থাকা উচিত ন
০২. যদি প্রেমিক নিতে রাজি না হয়, তা হলে প্রেমিক কেন রাজি নয় দেখা করে জানা ও মোহ শেষ করা
০৩. শশুর বাড়ির প্রতি অভিযোগ থাকলে জানানো - সমাধান করা
০৪. শশুর বাড়ির অভিযোগের জবাব দেয়া - সমাধান করা
০৫. সব ঘটনা লিখিত করা উকিল দিয়ে , যাতে ৪৯৮ ধারা না হয় ও ভবিষ্যতে একই ঘটনা ঘটলে কোনো ক্ষতিপূরণ ছাড়া ডিভোর্স। শশুর বাড়ির লোকেরা পঞ্চায়েত লেখাতে যুক্ত করতে চেয়েছে, আমি নিষেধ করেছি!
০৬. ফ্যামিলি খরচ এর ৫০% সৎ পথে আয় করা ট্যাক্স দিয়ে, তেমনি ঘরের কাজ ভাগ করা 


পরের অর্থে বাঁচা ও অলস মস্তিস্ক পরকীয়া প্রেমের উৎস!

ভুল করলাম কি?

বাংলার বৌ বর দের ২৪ ঘন্টা টেলিফোন ও সোশ্যাল মিডিয়া রেকর্ডিং এর ব্যবসা খুলবো কিনা ভাবছি। সেই সাথে ডিভোর্স এজেন্সী! বাঙালি মেয়েদের বিয়ে করার পূর্বে মেয়ের মা বাবা কে ১০০০ বার বাজানো উচিত! আজকাল কত পুরুষ যে বিয়ে করে কপাল চাপড়ায়- ভাবলেই ভয় লাগে!

মন্তব্যসমূহ