পৈতৃক সম্পত্তির উপর কন্যার অধিকার আছে- কিন্তু দায়িত্ব??

(মৃনাল মজুমদার)

১.পুত্র ও কন্যা সন্তান এর জন্য বাবা মায়ের দৃষ্টি তে ইনভেস্ট এর ইনপুট আউটপুট এর ব্যালান্স আছে কি? জামাই রা কি শশুর শাশুড়ি কে ভরণ পোষণ এর দায় নিতে রাজি যদি সম্পত্তি পেতে চায়?

২.পৈতৃক সম্পত্তি ও দায়িত্ব পুত্র কন্যা র মধ্যে কিভাবে ভাগ হওয়া উচিত? 


৩.এক সন্তান নীতি ও নিউক্লিয়ার ফ্যামিলি নীতি কি ভারতীয় সমাজের আসলেই লং টার্ম উন্নতি হবে না অবনতি? 


৪. নিউক্লিয়ার ফ্যামিলি নীতি সেই সমাজে এসেছে, যেখানে নারী পুরুষ সবাই নিজের আয়ে খেতে পারে তেমনি না পারলে সরকার জনগণ এর মৌলিক চাহিদা পূরণ এর দায় নেয় । আমাদের সমাজে তো সরকার ফ্রি তে জল টুকু দেয়না! কাজেই আমাদের সমাজে কি করে নিউক্লিয়ার ফ্যামিলি গঠন সম্ভব?


৫.বৃহৎ যৌথ পরিবার করলেই কি সমাজের মঙ্গল নয়? মানে সব প্রতিবেশী একটা নিয়ম মেনে নিজের স্বতন্ত্রতা বজায় রেখে নির্দিষ্ট ক্ষেত্রে যৌথ ভাবে দায়িত্ব, দ্রব্য ভাগ করবে। যেমন আমি ড্রিল মেশিন কিনবো, পাশের বাড়ি কিনবে করাত। আমি পাশের বাড়ির ছেলে কে স্কুলে দিয়ে আসবো, পাশের বাড়ি আমার মেয়ে কে স্কুল থেকে নিয়ে আসবে, আমি পাশের বাড়ির বাচ্চা দের সাথে ডেইলি ১-২ ঘন্টা খেলবো, গপ্প করবো বা পড়াবো, পাশের বাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমার বাজার করে দেবে! ......................


৬. মনে রাখবেন আজকাল সবাই নিজেদের সমস্যা ও সমাধান নিয়ে ভাবে, সমাজের সমস্যা নিয়ে ভাবেনা। মিডিয়া, রাজনীতি কোনো পথ দেখায় না, কিন্তু খেয়াল করে দেখবেন, মিলে মিশে একে অপরকে আপন করে নিয়ে, দায়িত্ব কর্তব্য ভাগ করার মাধ্যমে ম্যাক্স সমস্যার সমাধান সম্ভব। একা মানেই বোকা!

মন্তব্যসমূহ