ঝলমলে প্রেম

(দীপা মল্লিক)

রাত আজ চঞ্চল প্রজাপতি,
আঁখিদুটি তার চালে মগ্ন!
রঙ-বেরঙা পাখার মায়া
দফা রফা ঘুম-ঘোরে স্বপ্ন!
এই বুঝি ফুলকলি হাই তোলে
মিঠে মিঠে বোল হল বন্ধ,
একপাশে চুপ করে দেহ তার
আবেশে মাতায় সুগন্ধ!
আলসে বাহুডোর ছড়ানো
এলোচুল অগোছালো বিস্ময়!
ধুকপুক বুক অতি সাবধান
যদিবা জাগে কেউ, ভয় হয়!
প্রেম প্রেম পায় কেন কে জানে,
একা বোকা নিশি রাতে দুমদাম্!
আঁধারের প্রেমিকাই হয় উঠি
মনে মনে মিশে যাই নিষ্কাম!
পাখার দ্যুতি যেই ঝলকায় ,
সম্বিৎ ফিরে পাই পলকে!
স্বপ্নই হোক তবে সফর আজি
বল দেখি আর সাথে যাবে কে??

মন্তব্যসমূহ