জঙ্গি আপডেট - ৩১/০৩/১৭

(সুমিত রায়)

সিলেটের আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইট এর পর বুধবারে মৌলভীবাজারের নাসিরনগর গ্রামে অপারেশন হিট ব্যাক শুরু হয়। সেখানে জঙ্গি আস্তানায় ছিন্নভিন্ন সাত থেকে আটটি লাশের অংশ পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

আজ শুক্রবার দুটো অপারেশন চলছে। একটি মৌলভীবাজারের বড়হাটে। এর নাম অপারেশন ম্যাক্সিমাস। বড়হাটের আব্দুশাহ দাখিল মাদ্রাসায় জঙ্গি আস্তানাটি অবস্থিত। বুধ, বৃহস্পতিবারে পুলিশকে লক্ষ্য করে সেখান থেকে বোমা হামলা ও গুলি ছোড়া হয়।

আজকের আরেকটি অপারেশন হল কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বড় কবরস্থানে জঙ্গি আস্তানায় শুরু করা অপারেশন স্ট্রাইক আউট। আজ বাংলাদেশ সময় বেলা ১১টার পর সেখানে দুই দফা গুলির শব্দ শোনা যায়, এরপর দুপুর সাড়ে ১২টার পর আবার গুলির শব্দ শোনা গেছে।

বাংলাদেশে এখন প্রতিটি শুক্রবার আসছে জঙ্গিধামাকা নিয়ে। গত দুটি শুক্রবার ১৭ এবং ২৪ মার্চে ঢাকার আশকোনায় আত্মঘাতি জঙ্গি হামলা ঘটে। সে হিসেবে আজ ৩১ মার্চ শুক্রবারও কম গেল না...


মন্তব্যসমূহ