বাংলাস্তানে সাম্ভাব্য প্রতিবেদন পত্র

(শায়েখ আমিন)

অদূর ভবিষ্যতে পবিত্র অবিভক্ত বাঙলাস্তানের কোন এক নাগরিকের একটি স্থানীয় সংবাদপত্রে প্রকাশের জন্য লেখা একটি সম্ভাব্য প্রতিবেদন পত্র।

৪ এপ্রিল, ২০৪০

বরাবর
সম্পাদক
দৈনিক আল কাঁঠালকন্ঠ, আমিন বাজার, ঢাকা।


জনাব,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমাদের এলাকার আর্থসামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সংবলিত একটি পত্র প্রেরণ করলাম। এটি আপনার বহুল প্রচারিত দৈনিকে প্রকাশ করে বাধিত করবেন।

নিবেদক
মোঃ মকছেদুল মুমিন
সায়াতলা, ইসলামপুর, জামালপুর

জিহাদি শিল্প সংস্থা সমীপে

বাঙলাস্তানের আর দশটি স্থানের মতোই এক সময় ইসলামপুর উপজেলায় জিহাদের সুখ্যাতি ছিল। এ উপজেলার বিভিন্ন স্থানে এক সময়
ককটেল, পেট্রোল বোমা, হকিস্টিক, ক্ষুর, চাপাতি, হ্যান্ড গ্রেনেড, সুইসাইডাল ভেস্ট সহ বিভিন্ন আত্মঘাতী অস্ত্র শিল্পের প্রসার ছিল। বর্তমানে ইহুদি নাসারাদের যন্ত্র সভ্যতার জোয়ারে এসব জিহাদি শিল্পের কোনটি হারিয়ে গেছে আবার কোনটি মৃতপ্রায়। পর্যাপ্ত কাঁঠাল পাতা ও দক্ষ মুজাহিদ থাকা সত্ত্বেও বাঙলাস্তানের মহামান্য খলিফার (রাঃ) পৃষ্ঠপোষকতা, পুঁজি ও বাজারজাতকরণের সুষ্ঠু ব্যবস্থার অভাবে জিহাদ শিল্পে নেমে এসেছে দুর্দিন। অনেক তৌহিদী মুজাহিদ জিহাদ ছেড়ে অন্য পেশা গ্রহন করতে বাধ্য হচ্ছে। তারা এখন বেকার। তাছাড়া যমুনা ও ব্রহ্মপুত্র নদীর তীর থেকে বহু হিন্দুস্তানি কাফের মালাউনকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার কারণে জিহাদ করে গণিমতের মাল ও দাসী লুট করার জন্য আর কোন বেধর্মী অবশিষ্ট নেই। ফলে গণিমতের মালের অভাবে এলাকায় দারিদ্র্য ও বেকারত্ব তীব্র আকার ধারণ করেছে। শরীয়া আইন কার্যকর থাকা সত্ত্বেও বেড়েছে নানারকম সামাজিক বিশৃঙ্খলা ও অপরাধ। এলাকার ইমানদার মুসলমানদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে জিহাদ শিল্পের পুনরুজ্জীবন জরুরি। এছাড়া জিহাদিদের সংখ্যাও খুব বেশি নয়। অদূর ভবিষ্যতে বৃহৎ আকারে একটি মুজাহিদ বাহিনী প্রতিষ্ঠারও কোন উদ্যোগ লক্ষযোগ্য নয়। খেলাফতে মজলিশ ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার নিকট জিহাদ শিল্প প্রতিষ্ঠা, পৃষ্ঠপোষকতা ও জিহাদলব্ধ গণিমতের মালের বাজার উন্নয়নের যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য জোর আর্জি জানাচ্ছি। এ এলাকার মুসলমানেরা বিনা পরিশ্রমে দারিদ্র্য ও বেকারত্ব থেকে বাঁচতে চায়, বাঁচতে চায় জিহাদির মর্যাদা নিয়ে। প্রয়োজনে তারা শহীদের মর্যাদা মাথাপেতে নিতেও পিছপা হবে না।
ইনশাল্লাহ, খেলাফতে মজলিশ ও সুরা কাউন্সিল এ ব্যাপারে আশু পদক্ষেপ গ্রহণ করবেন। জাযাকাল্লাহু খায়রান।

ইসলামপুরবাসীর পক্ষে
মোঃ মকছেদুল মুমিন

মন্তব্যসমূহ