সংস্কৃতিভেদে বিউটি স্ট্যান্ডার্ডের তারতম্য

(সুমিত রায়)

মোটাদের ক্ষেত্রে (জেনারালাইজড অর্থে বলছি। মোটা একটা সাবজেক্টিভ শব্দ, একটু অবজেক্টিভিটি দিতে মেদবহুল বলা যায়) যৌন আকর্ষণ যে কম থাকে এটা বলা যায় না। সংস্কৃতিভেদে নারীদের বিউটি স্ট্যান্ডার্ড বিভিন্ন হয়, আর এভাবেই অনেক সংস্কৃতিতেই তুলনামূলক মেদবহুল নারীই সৌন্দর্যের আদর্শ।
একবার জার্নালিস্ট এস্থার হনিগ কিছু ছবির একটি ভাইরাল সিরিজ বের করেন। সেগুলো বিশ্বের ২৭টি দেশে তাকে তাদের কালচারাল প্রিফারেন্স অনুযায়ী কিভাবে দেখা হয় সেটা তুলে ধরা হয়। আর এটায় অনুপ্রাণিত হয়ে যুক্তরাজ্যের মেডিকেল ওয়েবসাইট "Superdrug Online Doctor just published" বিভিন্ন সংস্কৃতি অনুযায়ী বডি ইমেজ নিয়ে একটি এক্সপেরিমেন্ট শুরু করে।

যাইহোক, ছবিটিতে যে তিনজন নারীকে দেখা যাচ্ছে তারা আসলে একজন নারীরই ফটোশপ করা ভারশন যা তিনটি ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সৌন্দর্যের স্ট্যান্ডার্ডকে নির্দেশ করে। সবার বামের মহিলাটি মেক্সিকানদের চোখে সৌন্দর্যের আদর্শ, মাঝেরজন স্পেইনের, আর ডানের জন ইতালির। স্পেইনের মত পেরু, রোমানিয়ার সৌন্দর্যের স্ট্যান্ডার্ডেও তুলনমূলক মেদবহুল নারীকে দেখা যায়।
এখানে বিস্তারিত দেখতে পারেন...

https://petapixel.com/…/one-woman-photoshopped-by-18-count…/

উল্লেখ্য, এই এক্সপেরিমেন্টে মধ্যপ্রাচ্য আর আফ্রিকার দেশ তেমন ছিল না। থাকলে আমার বিশ্বাস সৌন্দর্যের স্ট্যান্ডার্ডে আরও নারীকে পাওয়া যেত...

মন্তব্যসমূহ