(দীপা মল্লিক)
এক আকাশ চোখেরজলে বৃষ্টিধারা
আনমনে ঝরে পরে ভাবনা সারা!
তোর দুইহাতের চেটোয় যায় মিলে
আঙ্গুলে আদর গড়িস তিলে তিলে
বুকটা চিতিয়ে ডাকিস খুব কাছে
জানি ও ডাকের অন্য মানে আছে
তবুও বাঁধন ছিঁড়ি তুড়ি মেরে
জিতে দেখতে চাই তুই গেলি হেরে
তারপরে আবার ভাসি মেঘবালিকা
ক্ষনিকের সঙ্গ ফের আমি একা
চলে গেলি বৃষ্টিধারা একা ঝরে
হাতের চেটো কি আর মনে করে?
জানি তোর একরাশ ফুল ফুলদানে
বুঝবি আমায় এর কোন নেই মানে
আমি তবু পথ চেয়েই দিনগুনি
কান পেতে বুক ভাাঙ্গার শব্দ শুনি
ভালোবাসা যে মরে না এটা জানিস?
যতই তুই রঙিন ফুল কাছে টানিস
এই ভাঙ্গা বুক জুড়ে বাগান তোরই
কাঁটা নয় নরম পাঁপড়ি মেলে ধরি,
তুই বেশ আছিস তুই বেশই থাক
বৃষ্টিভেজা আকাশ ডাকছে ডাক!!
এক আকাশ চোখেরজলে বৃষ্টিধারা
আনমনে ঝরে পরে ভাবনা সারা!
তোর দুইহাতের চেটোয় যায় মিলে
আঙ্গুলে আদর গড়িস তিলে তিলে
বুকটা চিতিয়ে ডাকিস খুব কাছে
জানি ও ডাকের অন্য মানে আছে
তবুও বাঁধন ছিঁড়ি তুড়ি মেরে
জিতে দেখতে চাই তুই গেলি হেরে
তারপরে আবার ভাসি মেঘবালিকা
ক্ষনিকের সঙ্গ ফের আমি একা
চলে গেলি বৃষ্টিধারা একা ঝরে
হাতের চেটো কি আর মনে করে?
জানি তোর একরাশ ফুল ফুলদানে
বুঝবি আমায় এর কোন নেই মানে
আমি তবু পথ চেয়েই দিনগুনি
কান পেতে বুক ভাাঙ্গার শব্দ শুনি
ভালোবাসা যে মরে না এটা জানিস?
যতই তুই রঙিন ফুল কাছে টানিস
এই ভাঙ্গা বুক জুড়ে বাগান তোরই
কাঁটা নয় নরম পাঁপড়ি মেলে ধরি,
তুই বেশ আছিস তুই বেশই থাক
বৃষ্টিভেজা আকাশ ডাকছে ডাক!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন