কি ভাবছেন বাংলাদেশের সাধারণ মডারেট মুসলিমরা?

(রোদ্দুর শুভ্র)

একদম ভালো নেই! সিলেটের ব্যপারটা খুব ভাবাচ্ছে।
আফগানিস্তান পাকিস্তান হয়ে মদিনার দিকে এগিয়ে যাচ্ছি কত দ্রুত....!

থাক, বাদ দ্যান। ওদিকে যুদ্ধ চলুক।
আসেন কিছু মানুষের চিন্তা শেয়ার করি, দেখেন বোঝেন উপলব্ধি করেন এইমূহুর্তে তাদের চিন্তভাবনা আশঙ্কা কেমন কি.....


চা দোকানদার চাচাঃ
জুম্মার দিন আর মসজিদে নামাজ পড়তে যামু না! কেমন যেন ভয় ভয় লাগে! এই বুঝি বোমা ফুটলো!

রিক্সাচালক মামাঃ
সকালে শহীদ মিনার যাওয়ার একটা যাত্রিও আজ তুলিনি। খুব ভয় ভয় করছিলো! যদি বোমাবাজি হয় শহীদ মিনারে? সিলেটের খবর দেখেন নি মামা?

বাসের হেলপারঃ
চল্লিশউর্দ্ধো এক হুজুরের হাতে ব্যাগ নিয়ে গাড়িতে উঠতে দেখেই বলে উঠলো, হুজুর ব্যাগে কি?

গার্ড চাচাঃ
বাবাজি, গাড়িতে সাবধানে চলাচল করবেন।

এ মৃত্যু উপত্যাকায় নিরোর বাঁশি বাজাবেন আর কত? জবাব দেবেন মডারেট মুসলিমরা? আজ আপনারাই এই অবস্থার জন্য দায়ী। আমাদের কথাগুলো, ভবিষ্যত বাণী আপনারা আমলে নিলে আজ এই কান্না করতে হতো না! এখন কেন কান্দেন? খেলা তো সবে শুরু! এবার কজন মানুষ শহীদ মিনারে গেছে?!

এইবার মোড়লের আগ্রাসনের অপেক্ষায় থাকেন।
মদিনা সনদ ইয়েতে ঢুকায়ে দেবে, জাস্ট ওয়েট!!

মন্তব্যসমূহ