(কৃষ্ণেন্দু মুখার্জী)
"পান্ডুলিপি থেকে" নামে একটা সিরিজ লিখছিলাম কিছুকাল আগে। সেই সিরিজ থেকে ৭ টা কবিতা রেখে গেলাম এখানে। বানান মার্জনা করে পড়ে দেখতে পারেন। ভালো লাগলে বলবেন, বাকিগুলো একটু একটু করে দেবো। ধন্যবাদ
"পান্ডুলিপি থেকে" নামে একটা সিরিজ লিখছিলাম কিছুকাল আগে। সেই সিরিজ থেকে ৭ টা কবিতা রেখে গেলাম এখানে। বানান মার্জনা করে পড়ে দেখতে পারেন। ভালো লাগলে বলবেন, বাকিগুলো একটু একটু করে দেবো। ধন্যবাদ
৬
এটা ওঠার ব্রীজ, নামার ব্রীজে অষ্টপ্রহরের বীচাকলা..
কারুর ফুয়েল ফুরিয়ে গেছে, ওঠার ব্রীজে ওঠে.. নামেনা
তাদের জাঙ্গিয়ার ছবি ফিসচুলা ঢাকিবার তরে
এ ছাড়া আর লুকাবার কিছু নেই..
না মাসিক- না ফটাশের জল৷
৭
অলীক বিশ্বাসের আজ জন্মদিন
বাঈজীর সাথে বোঝাপরা নেই, ফলে মেজাজ জমেনা
কার্বন পর্দার এপারওপার,
তালাকের রোদ্দুর, কবুলের কামে মাখোমাখো..
৮
উদোম শরীরগুলো কতদূর নিয়ে যাবে-
ঋতু আসে যায়, উদোমবিভোরতায়- রজনী গড়িয়ে চলে
ট্রাফিকের উর্দিহাতে ৭০এর চেয়ার,
অন্তর্বাস ইরেজার হয়ে যায়..
৯
গর্ব্ সে জিও..
বেশীরভাগ ফুল গোল হয়ে ফোটে..
আমি কোনো গোল কে ফুল হতে দেখিনি
আমি কোনো ফুল ফুটতে দেখিনি
ফুল ফুটবে না ঝরে যাবে.. সেতো ঋতুর বলার কাজ..
১০
আসুন ইংরেজীতে সাবলীল ভাবে কথা বলি
I am.. You are.. He is..
হিসসসসস…
১১
জয় শ্রী শ্রী গুরু মহারাজ জিউকী জয় x ৩
কার কার মন্ত্র পড়া বাকি..
যারা সামনে আছো, উইটনেস
আরো সামনে যাবে তোমরা
গো ও বি ন্দা…
১২
চেরি চিরিওনা, চৌরাস্তা চুমুক চুমুক চেনে
যখন সামনের রাস্তা গার্ড করে বালি ফেলে ডাম্পার,
তখন কে শোয় কে শোয়
যখন অ্যানালই একমাত্র উপায়
কে দিল কে কে দিল কি আসে যায়..
এটা ওঠার ব্রীজ, নামার ব্রীজে অষ্টপ্রহরের বীচাকলা..
কারুর ফুয়েল ফুরিয়ে গেছে, ওঠার ব্রীজে ওঠে.. নামেনা
তাদের জাঙ্গিয়ার ছবি ফিসচুলা ঢাকিবার তরে
এ ছাড়া আর লুকাবার কিছু নেই..
না মাসিক- না ফটাশের জল৷
৭
অলীক বিশ্বাসের আজ জন্মদিন
বাঈজীর সাথে বোঝাপরা নেই, ফলে মেজাজ জমেনা
কার্বন পর্দার এপারওপার,
তালাকের রোদ্দুর, কবুলের কামে মাখোমাখো..
৮
উদোম শরীরগুলো কতদূর নিয়ে যাবে-
ঋতু আসে যায়, উদোমবিভোরতায়- রজনী গড়িয়ে চলে
ট্রাফিকের উর্দিহাতে ৭০এর চেয়ার,
অন্তর্বাস ইরেজার হয়ে যায়..
৯
গর্ব্ সে জিও..
বেশীরভাগ ফুল গোল হয়ে ফোটে..
আমি কোনো গোল কে ফুল হতে দেখিনি
আমি কোনো ফুল ফুটতে দেখিনি
ফুল ফুটবে না ঝরে যাবে.. সেতো ঋতুর বলার কাজ..
১০
আসুন ইংরেজীতে সাবলীল ভাবে কথা বলি
I am.. You are.. He is..
হিসসসসস…
১১
জয় শ্রী শ্রী গুরু মহারাজ জিউকী জয় x ৩
কার কার মন্ত্র পড়া বাকি..
যারা সামনে আছো, উইটনেস
আরো সামনে যাবে তোমরা
গো ও বি ন্দা…
১২
চেরি চিরিওনা, চৌরাস্তা চুমুক চুমুক চেনে
যখন সামনের রাস্তা গার্ড করে বালি ফেলে ডাম্পার,
তখন কে শোয় কে শোয়
যখন অ্যানালই একমাত্র উপায়
কে দিল কে কে দিল কি আসে যায়..
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন