Smart প্রেম

(সোমা সাঁতরা)

আমার অন্তরের হু হু তাপ ,
তুই কি ফিল করিস বাপ ?
লাভ আর লোভে জেরবার
সময় কি ছিল ভাববার ?
একা আমি আর মুঠোফোন
ক্ষনে ক্ষনে ছিল data-loan!
উল্লাস হুল্লোড় ঝলকানি
মুখ ফেরাতাম কেমনে honey !
বিতর্কের পাশ দিয়ে হেঁটে
আঁড়চোখ অন্যের netএ ,
না পেয়ে ফেলেছি নিঃশ্বাস
কেউ অফারিবে ছিল বিশ্বাস!
শেষ মেষ বেড়োল রাস্তা ,
Hot spot , কৃতজ্ঞতার ওয়াস্তা!
দিন-রাত কত movie, কত গান !
Link খুঁজে যুক্তিতে দিই শান !
দেওর স্বামীর 4g একবছর
এল দ্বিচারীতার শাস্তির প্রহর!
বিপক্ষে থেকে পুরোটা ভোগেছি
বেঁচেছে টাকা , আসলে হেরেছি !
তবুও ধন্যবাদ ঘুরপথে নিও
কাল থেকে old one, bye JIO!

মন্তব্যসমূহ